Cvoice24.com

চট্টগ্রামের পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ১৯ এপ্রিল ২০২১
চট্টগ্রামের পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন ব্যাংক ও আর্থিক খাতের দরপতনের মধ্যে রাজত্ব ছিল বীমা খাতের। ফলে বেড়েছে লেনদেনের হার। 

সোমবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানায়।

সিএসই'র বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ সোমবার সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির শেয়ারদর বেড়েছে। কমেছে ১০৮টি প্রতিষ্ঠনের শেয়ারদর এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারদর।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে ৩৪ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। আগেরদিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৯ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭১ পয়েন্টে।

সর্বশেষ

পাঠকপ্রিয়