Cvoice24.com

কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ৫ আগস্ট ২০২২
কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি!

পবিত্র ঈদুল আজহার পর থেকে দফায় দফায় বেড়েছে কাঁচা মরিচের দাম। তিন সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে দ্বিগুণ। হঠাৎ করেই কাচা মরিচের এমন অসহনীয় দাম দেখে হাত গুটিয়ে নিচ্ছেন অনেক ক্রেতা। 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৫ আগস্ট) রিয়াজউদ্দীন বাজারে মরিচের পাল্লা (৫ কেজি) ১১শ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে পাইকারিতে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আর খুচরা বাজারে পণ্যটির কেজিতে দাম ঠেকেছে ৩শ'তে।

নগরের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। বিক্রেতারা বলছেন, আমদানি কম থাকায় কাঁচামরিচের দাম বেড়ে গেছে। 

ওই বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মো. জাফর সিভয়েসকে বলেন, ভারত থেকে মরিচের আমদানি কমে গেছে। আর বৃষ্টির কারণে অনেক মরিচ নষ্ট হয়েছে। এ কারণে সরবরাহ কমে গেছে। আমরাও বাড়তি টাকায় আড়ত থেকে মরিচ কিনছি।

রিয়াজউদ্দীন বাজারে বেসরকারি চাকরিজীবী মো. নিজাম সিভয়েসকে বলেন, তিন সপ্তাহ আগেও ১৪০ টাকা কেজিতে মরিচ কিনেছি। গতকাল রাতে ছিল ২৪০ টাকা। আর আজ ৩০০ টাকা। ভাবতেই অবাক লাগে!

এদিকে সবজির দামও খুব একটা নিয়ন্ত্রণে আসেনি। 

বাজারে প্রতিকেজি শসা ৬০, বেগুন ৬০ টাকা, ঢেড়শ ৩০, পেঁপে ২৫, করলা ৫০, পটল ৩০, কাঁকরোল ৩০, লাউ ৩৫, চাল কুমড়া ৩০, মিষ্টি কুমড়া ৪০ এবং কচুর লতি, ঝিঙা ও মূলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

মাছ-মাংসও বিক্রি হচ্ছে আগের দরেই। মাঝারি আকারের ইলিশ কেজিপ্রতি ১ হাজার টাকা ও বড় আকারের ইলিশ ১২শ থেকে ১৫শ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি রুই-কাতলা ৩৫০, শিং মাছ ৫৫০, পাবদা ৫শ, চিংড়ি ৬৫০, কৈ ২৪০, বোয়াল ৪শ, সিলভার কার্প ২শ, সমুদ্রের কোরাল ৪শ, মাগুর ৬শ ও পাঙ্গাস ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকা, সোনালী মুরগি ৩শ ও লেয়ার ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি গরুর মাংস ৭শ ও খাসির মাংস ৯শ টাকায় বিক্রি হচ্ছে।

-সিভয়েস/টিএম/পিবি

সর্বশেষ

পাঠকপ্রিয়