শাহ আমানতে যাত্রীর শরীরে পৌনে ৪ কেজি স্বর্ণের বার, যুবক আটক
সিভয়েস প্রতিবেদক
জব্দ করা স্বর্ণের বারসহ আটক যুবক
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর শরীর তল্লাশি করে তিন কেজি সাতশ ৩২ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
আটক যাত্রীর নাম মো. জিয়াউদ্দীন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে।
জানা গেছে, আজ সকালে দুবাই থেকে আসা বিজি-১৪৮ নামের ফ্লাইটে চট্টগ্রাম আসেন জিয়াউদ্দীন। গোপন সংবাদ থাকায় তাকে আটক করে কাস্টমস গোয়েন্দার সদস্যরা। পরে তার শরীর ও পরিধেয় জুতা তল্লাশি করে ৩২ পিস (তিন কেজি সাতশ ৩২ গ্রাম) স্বর্ণের বার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক (চট্টগ্রাম) সাইফুর রহমান সিভয়েসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই ফেরত এক যাত্রীর শরীর ও জুতা তল্লাশি করে ৩২ পিস স্বর্ণবার (তিন কেজি সাতশ ৩২ গ্রাম) জব্দ করেছি। তার কাছে আরো স্বর্ণবার আছে কিনা তা দেখতে স্ক্যানিং করা হচ্ছে।