চবিতে ৫৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ১৮ নভেম্বর ২০২১
চবিতে ৫৬তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আজ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানসমূহের মধ্যে আছে শোভাযাত্রা, বার্ষিক চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা, নাটক পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসব।

বৃহস্পতিবার সকাল ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য ড. শিরীণ আখতার। এরপর ব্যান্ডদলে সুসজ্জিত প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি শহীদ মিনার চত্বর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর চত্বরে এসে শেষ হয়।

এসময় বিভিন্ন উপ-উপাচার্য, রেজিস্ট্রার, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বেলা সাড়ে ১২টায় জারুলতলায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ইতোমধ্যে আলোচনা সভায় যোগ দিতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন...

সর্বশেষ

পাঠকপ্রিয়