তৌকির তাহসিন বারীর মৃত্যুবার্ষিকী আজ
সিভয়েস২৪ ডেস্ক
অস্ট্রেলিয়াপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে তৌকির তাহসিন বারীর (অমর্ত্য) চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার (২৫ আগস্ট)। ২০২০ সালের এই দিনে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে অমর্ত্য মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা মূল্যের খাবারঘর উন্দালে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামে অমর্ত্য লাইব্রেরি ও অমর্ত্য মক্তবে অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া মাহফিল।
এছাড়া রংপুর, বাগেরহাটের চিতলমারী, মৌলভীবাজারের কুলাউড়ায় অমর্ত্য পাঠশালার শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।