Cvoice24.com

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রায়িসি 

সিভয়েস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৯ জুন ২০২১
ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন রায়িসি 

আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির বিজয় অনেকটাই নিশ্চিত। যদিও নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে ভোট গণনার ফল ঘোষণা করেনি। অনানুষ্ঠানিক কোনো ফলাফলও গণমাধ্যমে প্রকাশিত হয়নি। 

তার আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়ি ও আবদুননাসের হেম্মাতি পৃথক বার্তায় আজ শনিবার সকালে বিজয়ী প্রার্থী হিসেবে রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন। ইরানের প্রেসটিভি এ খবর দিয়েছে। 

কোনো কোনো সূত্রে বলা হয়েছে, আরেক প্রার্থী আমির হোসেন কাজিজাদেহ হাশেমিও নির্বাচনে জয়ী হওয়ায় রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বনিদ্বতা করেছিলেন রায়িসি, রেজায়ি, হেম্মাতি ও কাজিজাদেহ হাশেমি। 

প্রেসিডেন্ট রুহানিও টেলিভিশনে দেওয়া বক্তব্যে নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বলে খবর এসেছে। তবে তিনি নির্বাচিত প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি। 

সংস্কারপন্থী প্রার্থী হেম্মাতি ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় রায়িসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি আশা করেন যে রায়িসি মহান ইরানি জাতির জীবনযাত্রা উন্নত করবেন এবং তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন। 

রক্ষণশীল প্রার্থী কাজিজাদেহ হাশেমিও বলেছেন, ‘আমি জনগণের ভোটকে সমর্থন জানিয়ে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে জনগণের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানাচ্ছি।’ 

আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও গতকালের এই নির্বাচনে তার প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থন দেখা গেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়