অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারকে সিএন্ডএ ফাউন্ডেশনের অর্থ সহায়তা

প্রকাশিত: ০৮:০২, ২২ মার্চ ২০১৯
 অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারকে সিএন্ডএ ফাউন্ডেশনের অর্থ সহায়তা

চাক্তাই ভেড়া মার্কেট ও পশ্চিম ষোলশহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা সিএন্ডএ ফাউন্ডেশন। পশ্চিম ষোলশহর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে 'ইপসা' এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। এতে সার্বিক সহায়তা করেছে 'সেভ দ্য চিলড্রেন'। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে শর্তহীন সাড়ে চার হাজার এবং শর্তসাপেক্ষে সাত হাজার টাকা মোট সাড়ে ১১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, সংস্থার পক্ষ থেকে বিতরণকৃত অর্থের সদ্বব্যবহার করে প্রত্যেক ক্ষতিগ্রস্তরা নিজের জীবন-জীবিকা নির্বাহ করবেন। সাহায্যের এই টাকা আপনারা অপচয় করে নষ্ট করবেন না। ক্ষতিগ্রস্তদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ক্ষতিগ্রস্তদেরকে নানামুখী সহায়তা প্রদান করা হয়েছে। পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,সেভ দ্য চিলড্রেন'র কর্মকর্তা মনজুরুল আহসান,ইপসা'র কর্মকর্তা পলাশ চৌধুরী বক্তব্য রাখেন। এসময় পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল সহ যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিভয়েস/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়