সেচ্ছাসেবী সংস্থা কল্যাণের এতিম দিবস উদযাপন

প্রকাশিত: ১৭:১৬, ২০ এপ্রিল ২০১৯
সেচ্ছাসেবী সংস্থা কল্যাণের এতিম দিবস উদযাপন

চট্টগ্রামে সেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন 'কল্যাণ' নগরীর ২টি এতিমখানা, ১টি আশ্রম ও ১টি সেল্টার হোমের  শতাধিক ছাত্র -ছাত্রীদের নিয়ে বিশ্ব এতিম দিবস পালন করেন।

শনিবার (২০ এপ্রিল)নগরীর ফয়'স লেক এমিউজমেন্ট পার্কে এতিম দিবসের উদযাপন অনুষ্ঠিত হয়।

কল্যাণের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ারদদ মোহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকলি প্রোডাক্টসের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব এম এ সবুর, সম্মিলিত সামাজিক পরিষদের সভাপতি ওসমান ফারুক হিমাদ্রী, এমজেএল বাংলাদেশের ম্যানেজার ভ্যাট এন্ড ট্যাক্স  ম্যানেজার এম আলী কায়সার, সেমকো গ্রুপের কর্ণধার মুহাম্মদ ওমর ফারুক, কল্যাণের সদস্য মুবিনের সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্তিত ছিল কল্যাণের সদস্য  ইঞ্জিনিয়ার রবিন, ইঞ্জিনিয়ার সায়েম, জাবেদ, ইমাম, ইঞ্জিনিয়ার মাহফুজ, শহীদ, ফারুক , হাফেজ মাহফুজ, রাইহান, প্রিন্স, রাহিব, বিবি ফাতেমা প্রমুখ।

বক্তারা বলেন, মা-বাবা হারা ছেলে মেয়েদের আমরা যদি একটু সাহায্য করতে পারি। তাহলে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গঠন করতে পারবে। এদেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। তাই সকলের উচিত এতিমদের সাহায্য করা এবং তাদের এগিয়ে যেতে সাহায্য করা।

-সিভয়েস/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়