মেয়ের বিয়ের জন্য রাখা টাকাও পুড়ে ছাই

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ১৫ এপ্রিল ২০২৪
মেয়ের বিয়ের জন্য রাখা টাকাও পুড়ে ছাই

ঈদের ছুটি শেষ করে সবেমাত্র বাসায় ফিরেছেন পোশাকশ্রমিক শাবরিনা বেগম। একরাত না যেতেই আগুনে সব শেষ তাঁর। নগরের পুরাতন ফিশারি ঘাট এলাকার টেকপাড়া বস্তিতে শাবরিনাসহ ২০০ জনের ঘর পুড়ে গেছে নিমিষেই। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শাবরিনা বেগম বলেন, ‘আল্লাহ আমারে কি পরীক্ষায় ফেলেছে জানি না। ঈদের পর মেয়ের বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর্জ করে ঘরের আলমারিতে রেখেছিলাম। আগুনে আমার সব শেষ।’

প্রতিবেশীর চিৎকারে ঘুম ভাঙে ফারুক নামে আরেক বাসিন্দার। তিনি সিভয়েস২৪-কে বলেন, ‘সকালে কাজে বেরিয়েছিলাম। ১২টার দিকে বাসায় এসে ভাত খেয়ে একটু ঘুমাচ্ছিলাম। সাঈদুলের (প্রতিবেশীর) ডাকে ঘুম ভাঙলে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই।’

শাবরিনা বেগম বলেন, ‘আল্লাহ আমারে কি পরীক্ষায় ফেলেছে জানি না। ঈদের পর মেয়ের বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর্জ করে ঘরের আলমারিতে রেখেছিলাম। আগুনে আমার সব শেষ।’

প্রত্যক্ষদর্শী সালাউদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক তারের উপর একটি নারকেল গাছের ঢাল পড়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ সিভয়েস২৪-কে বলেন, ‘আগ্রাবাদসহ নগরের বিভিন্ন ফায়ারস্টেশন থেকে ৯টি ইউনিট একসাথে কাজ করে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের স্থানটি নদীর পারে তাই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।  আগুনে পানি দিলেও বাতাসের চাপে ওই স্থানে আবারো আগুন ধরে যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘টেকপাড়া বস্তিতে প্রায় সব ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তদন্তের পর আগুন সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়