ষোলশহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পথশিশুর

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ১৭ এপ্রিল ২০২৪
ষোলশহরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পথশিশুর

ষোলশহর স্টেশন। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ১৪ বছর। 

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি নগরের ষোলশহর রেলস্টেশনে পাশে পিলখানা মসজিদের সামনে আসার পর শিশুটি কাটা পড়ে। 

দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি সিভয়েস২৪-কে নিশ্চিত করেছেন রেলওয়ে থানা পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম। তিনি বলেন, ‘ধারণা করছি শিশুটি পথশিশু। আশেপাশের কোনো এলাকার হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। শিশুটির পরনে হলুদ গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনা প্রসঙ্গে খোরশেদ আলম বলেন, ‘দুর্ঘটনা সরাসরি দেখেছে এমন কোনো প্রত্যক্ষদর্শী পাইনি। কেউ বলছে ট্রেনের ছাদে ছিল। এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় সে কাটা পড়ে মারা যায়। কেউ বলছে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। পরিচয় নিশ্চিত হতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়