এসএসসির ফল প্রধানমন্ত্রীর হাতে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৮ নভেম্বর ২০২২
এসএসসির ফল প্রধানমন্ত্রীর হাতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের নথি তুলে দিচ্ছেন শিক্ষা মন্ত্রী দীপু মনি।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষা মন্ত্রী দীপু মনি ফলাফলের নথি তুলে দেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রীর পর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ। গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়