Cvoice24.com


ভিন্ন স্বাদের মুখরোচক খাবারের বিশেষ আকর্ষণ নগরীর রিগালো রেস্টুরেন্টে

প্রকাশিত: ১০:৫৪, ৮ অক্টোবর ২০১৮
ভিন্ন স্বাদের মুখরোচক খাবারের বিশেষ আকর্ষণ নগরীর রিগালো রেস্টুরেন্টে

নগরীর রিগালো রেস্টুরেন্ট। ২০১৬ সালের এপ্রিল মাসে ভিন্ন স্বাদের মুখরোচক খাবার পরিবেশনে চট্টগ্রামবাসীসহ দেশ-বিদেশ থেকে চট্টগ্রামে বেড়াতে আসা মানুষের কথা চিন্তা করে উদ্যোগ গ্রহণ করেছিল চট্টগ্রামের দুই তরুণ সাঈদুল করিম ও আবরার হোসাইন। 

শুরু থেকেই গ্রাহক সন্তুষ্টির উদ্দেশ্যে মনোরম অভিজাত পরিবেশে দেশি-বিদেশি খাবার পরিবেশন করে আসছে রেস্টুরেন্টটি। 

এরইমধ্যে আতিথেয়তায় গ্রাহকদের মাঝে জায়গা করে নিয়েছে রিগালো রেস্টুরেন্ট। খাবারের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে স্যুপ, টেম্পুরা, নাছোস, সি-ফুড, স্টেইক ইত্যাদি। 

অন্যান্য খাবরের মধ্যে বাচ্চাদের পছন্দের তালিকায় রয়েছে- স্পাগেটি বলোগনিস, স্লাইডার, চিজি ফ্রাইস উইথ চিকেন স্ট্রিফস। লাঞ্চ মেন্যুতে পছন্দের তালিকায় রয়েছে- চিজি গারলিক শ্রিম্প উইথ স্টিকি রাইস, বেইকড লাসাঙ্গা, সি-ফুড উইথ ওয়াইল্ড রাইস, ফিললি চিজি স্টেক স্যান্ডউইচ, সিরলাইন স্টেক (স্থানীয়), বিফ স্ট্রগানফ, ক্লাব স্যান্ডউইচসহ আরো অনেক কিছুই। 

এছাড়াও ডেজার্টে রয়েছে পিনাট বস্টার পারফাইট, ম্যঙ্গো পান্না কৌটা, চকোলেট মুস সহ ফ্রেশ জুইস, শেইকস, মিক্সড ফ্রুইট পাঞ্চসহ বিভিন্ন ধরনের মকটেইলস, এসপ্রেসো বার, আইসড ড্রিংকস ও বিভিন্ন ধরনের ইমপোর্টেড বেভারেজ । 

নিয়মিত এই আয়োজনের পাশাপাশি কর্পোরেট ইভেন্ট, প্রাইভেট ইভেন্ট, বার্থডে পার্টি, এনিভার্সারি পার্টিসহ যে কোন ধরণের আয়োজন করছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টে অর্ধশতাধিক অতিথি নিয়ে যে কোন অনুষ্ঠান করতে প্রস্তুত বলে জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। 

কর্পোরেট ইভেন্ট এ সফলতা দেখিয়ে সিটি ব্যাংকের সাথে সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে রিগালো রেস্টুরেন্ট। সিটি ব্যাংকের সিটিজেম স্পেশাল প্রায়োরিটি ব্যাংকিং-এর আওতায় স্বাক্ষরিত এই চুক্তিতে সিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিং ফারিয়া হক। রিগালো রেস্টুরেন্টের পক্ষে স্বাক্ষর করেন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন। 

রেস্টুরেন্টে খেতে আসা বন্দরনগরীর অন্যতম ব্যবসায়ী নাসরীন নওশীন সিভয়েসকে বলেন, আতিথেয়তা, ভাল খাবার পরিবেশন, কর্মকর্তাদের আচার-আচরণ সব কিছু বিবেচনার দিক থেকে চট্টগ্রামে এটিই আমার ফেভারিট রেস্টুরেন্ট। 

১৩ বছর বয়সী ফারজানা তাবাসসুম খাবারের টেস্ট উপভোগ করতে করতেই বলেন, আম্মুর সাথে খেতে এসেছি। চিজি ফ্রাইস (চিজি ফ্রাইস উইথ চিকেন স্ট্রিফস) আমার খুব পছন্দের। তাই প্রায় সময় খেতে আসি। 

রেস্টুরেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সিভয়েসকে বলেন, রিগালো শব্দের অর্থ হল উপহার। চট্টগ্রামবাসীকে ভিন্ন কিছু উপহার দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। গ্রাহক সন্তুষ্টির বিচারে আমরা শতভাগ সফলতা অর্জন করেছি। গ্রাহকদের চাহিদামত খাবার পরিবেশন ও মনোরম পরিবেশ ধরে রেখে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধ পরিকর। 

উল্লেখ্য, নগরীর ওয়াসা সার্কেল এর এমএম আলী রোড সংলগ্ন মস হস হেইটস এর নিচ তলায় সুসজ্জ্বিত মনোরম পরিবেশে গড়ে উঠেছে রিগালো রেস্টুরেন্ট। 

সিভয়েস/এমএইচ/এমইউ

মাহমুদুল হক 

সর্বশেষ

পাঠকপ্রিয়