Cvoice24.com


মুক্তিযোদ্ধাদের উপর হামলা, এমপি মোস্তাফিজের এপিএস কারাগারে

প্রকাশিত: ০৯:৫৪, ২৫ আগস্ট ২০২০
মুক্তিযোদ্ধাদের উপর হামলা, এমপি মোস্তাফিজের এপিএস কারাগারে

নগরের প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের উপর হামলার ঘটনায় বাশঁখালীর এমপি মোস্তাফিজুর রহমানের এপিএস একেএম মুস্তাফিজুর রহমান রাসেল ও তার সহযোগী এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ২৫ আগস্ট দুপুরে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন।

গ্রেফতার চারজনের মধ্যে আবুল কালাম ও মিজানুর রহমান নামে অন্য দুই আসামির জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গতকাল সোমবার (২৪ আগষ্ট) দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে ও কোতোয়ালি মোড় থেকে গ্রেফতার হওয়া বাঁশখালীর সাংসদের এপিএস মুস্তাফিজুর রহমান রাসেল সহ চারজনকে আদালতে আনে কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ বলেন, চার আসামিকে আদালতে উপস্থাপন করলে আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে অন্য দুই আসামিকে জামিনে মুক্তি দেন।

প্রসঙ্গত গতকাল সোমবার সকালে মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যুর পর বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি দাবি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধাদের মানববন্ধনের আয়োজন করা হয়। একপর্যায়ে মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কজন মুক্তিযুদ্ধা ও সাংবাদিক আহত হয়। 

সিভয়েস /এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়