Cvoice24.com


চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত: ১২:১৬, ১২ নভেম্বর ২০২০
চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ

পোশাক শিল্পের উপকরণ আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ‘৩০৩’, ‘মন্ড’ ও ‘ইজি’ ব্রান্ডের এসব সিগারেট আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রেজাউল সন্ধ্যা ছয়টায় সিভয়েসকে বিষয়টি নিশ্চত করেন।

তিনি বলেন, ‘ঢাকা সাভারের গণকবাড়ি এলাকার হপ-ইয়াক (বাংলাদেশ) লিমিটেড নামের এক আমদানিকারক পোশাক শিল্পের উপকরণ আনার কাগজ করে এক কনটেইনার সিগারেট আমদানি করে। তাদের আমদানি কাজে সহায়তা করেছে ‘চান্দু কর্পোরেশন’ নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান। এখানে ৩০৩, মন্ড ও ইজি ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কন্টেইনারে কায়িক পরীক্ষা করে সিগারেটগুলো আটক করা হয়। এসময় চট্টগ্রাম কাস্টম হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ধরনের মিথ্যা ঘোষণায় আরও কোন চালান আসতে পারে কিনা এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা সজাগ রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়