নেত্রী আসছেন, তাই উৎসবমুখর পরিবেশ চট্টগ্রামজুড়ে : আ জ ম নাছির 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ২৯ নভেম্বর ২০২২
নেত্রী আসছেন, তাই উৎসবমুখর পরিবেশ চট্টগ্রামজুড়ে : আ জ ম নাছির 

মঙ্গলবার সকালে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। এটা আমাদের জন্য বেশ আনন্দের। আমরা একটা উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজনটা শেষ করব। এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আমাদের প্রচারের কাজও চলমান আছে।’

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নগরের পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

আ জ ম নাছির বলেন, ‘আমরা মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামীলীগের সবাই মিলে এই আয়োজন করছি। আমাদের যাবতীয় প্রচারের কাজ চলমান। পাশাপাশি পলোগ্রাউন্ড মাঠে মঞ্চ থেকে শুরু করে সব কাজই প্রায় শেষের দিকে। মাইক বসানোর কাজও শেষ। এই সমাবেশে লাখ লাখ মানুষ ও নেতাকর্মীদের সমাগম হবে। তাই আমরা নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের এই সাবেক মেয়র বলেন, ‘আমাদের নেত্রী আসবেন। এটা আমাদের জন্য পরম আনন্দের। দীর্ঘদিন পর আওয়ামী লীগের মহাসমাবেশ হচ্ছে পলোগ্রাউন্ডে। এখানে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। তাই নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উজ্জীবিত।’ 

তিনি আরো বলেন, ‘জনসভা সফল করতে আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। নগরীতে এখন সাজসাজ রব উঠেছে। আশাকরি স্মরণকালের সবচেয়ে বেশি লোক জমায়েত হবে পলোগ্রাউন্ডের জনসভায়। এ জন্য সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জনসভাস্থলও সাজানো হচ্ছে। নৌকার আদলে স্টেজ নির্মাণ করা হচ্ছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়