ছাত্রীদের যৌন হয়রানি/
সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ৫ জানুয়ারি ২০২৩
সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

নগরের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন। এছাড়াও চসিকের গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সরেজমিন পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন। 

এ প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন সিভয়েসকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি। প্রতিবেদন মাউশি বরাবর পাঠানো হয়েছে। বাদবাকি সিদ্ধান্ত মাউশির। যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই এ বিষয়ে আর বেশি কিছু বলা যাচ্ছে না।’

একই বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন, ‘আমরা তদন্ত শেষে রিপোর্ট জমা দিয়েছি। বাকিটা কর্তৃপক্ষ দেখবেন।’

তদন্ত সূত্রে জানা গেছে, গত সোমবার (২ জানুয়ারি) কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী। এসময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ ৪০ জনের বেশি মানুষের সাক্ষ্যগ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি সকালে নগরের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ওই স্কুলের শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভের পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর ওই দিন বিকেলেই চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের স্বাক্ষরিত এক অফিস আদেশে অভিযুক্ত প্রধান শিক্ষককে নগরের দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশনে উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। একইসঙ্গে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়