ক্যান্সারের কাছে হার মানলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২ এপ্রিল ২০২৪
ক্যান্সারের কাছে হার মানলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ

দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২। 

সাবেক এ জেলা ছাত্রদল নেতা শহীদুল আলমের মৃত্যুতে রাজনৈতিক সহযোদ্ধাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শহীদ গত দুই বছর ধরে মরণ কোলন ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বাঁশখালী উপজেলার গুনগরি ইউনিয়নের মৃত ইউসুফ আলীর সন্তান শহীদুল আলমের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 

শহীদুল আলমের মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা সাবেক এই ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

শহীদুল আলম দীর্ঘ দিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ৩ রমজান শারিরীক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রামের পাঁচলাইশের ট্রিটমেন্ট হসপিটালে ভর্তি হন। সেখাই তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দশটার সময় চট্টগ্রামের লালদিঘী মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বুধবার সকাল দশটার সময় বাশঁখালী উপজেলার গুনগরি খাসমহল এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়