Cvoice24.com

বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ অক্টোবর ২০২১
বাঁশখালীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মো. আলমগীর প্রকাশ আলম ডাকাত (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দু’টি রাম দা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীরের বাড়ি ওই উপজেলার একই ইউনিয়নে বলে জানা গেছে। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র‌্যাবের একটি টিম গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল। আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে কিছু দুর্বৃত্ত। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি ছোঁড়েন। পাল্টাপাল্টি গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর বলেন, গুলিবিনিময়ের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। নিহত আলমগীরের বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়