সরে দাঁড়ালেন বিদ্রোহী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী প্রার্থী
সিভয়েস প্রতিবেদক
এঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষমেশ আওয়ামী লীগের প্রার্থী আবু ছালেহকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।
বৃহস্পতিবার (২৬ মে) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল ফেরারি আসামি হয়ে প্রার্থী হওয়ায় উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হকের প্রার্থীতা বাতিল করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।