Cvoice24.com

সন্দ্বীপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ২ নভেম্বর ২০২২
সন্দ্বীপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রামের সন্দ্বীপ এলাকা থেকে ২০ বছরের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টায় পৌর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সোহেল সন্দ্বীপের সুকানী বাড়ির মো. তোফায়েল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সিভয়েসকে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি সন্দ্বীপে আত্মগোপন করার খবর পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নগরের ডবলমুরিং থানার একটি মামলায় যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: