চন্দনাইশে সরকারি গাছ কেটে মামলা খেলেন তিন শ্রমিক

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ৪ জানুয়ারি ২০২৩
চন্দনাইশে সরকারি গাছ কেটে মামলা খেলেন তিন শ্রমিক

চট্টগ্রামের চন্দনাইশে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগে তিন শ্রমিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা খোন্দকার মাহাবুবুর রহমান  ভ্রাম্যমাণ আদালতের আদেশে বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার আসামিরা হলেন— মো. হিরু (২৯), আবদুল মুবিন (৩৯), মো. মোরশেদ আলম (২৫)। এদের মধ্যে হিরু, মুবিন রোহিঙ্গা। আর মোরশেদ ও দেলোয়ারের বাড়ি চন্দনাইশে।

উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এরআগে মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের সামনে কাশেম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সামনে  সরকারি গাছ কাটার সময় হাতেনাতে শ্রমিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। এসময়  শ্রমিকরা স্থানীয় দেলোয়ার হোসেনের নির্দেশে গাছ কাটছিলেন বলে স্বীকারোক্তি প্রদান করে।পরবর্তীতে  ভ্রাম্যমাণ আদালত নিয়মিত  মামলা করার নির্দেশ দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়