Cvoice24.com

রাউজানে অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২২
রাউজানে অস্ত্র বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান

গ্রেপ্তার সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজদৌলা ওরফে সিরাজ।

চট্টগ্রামের রাউজানে অবৈধ অস্ত্রসহ সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজদৌলা ওরফে সিরাজকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কারিমুল্লাহর সেনিটারি দোকানের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।  

গ্রেপ্তার সিরাজ পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের প্রয়াত মহব্বত আলীর ছেলে। 

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,  অস্ত্র-কার্তুজসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের কথা পুলিশের কাছে স্বীকার করেছে সিরাজ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র আইনে, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, জালিয়াতি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়