Cvoice24.com

সাতকানিয়ায় ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১
সাতকানিয়ায় ৫ প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে দু’টি বেকারি, নোংরা পরিবেশে খাবার রান্না করায় একটি হোটেল ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দু’টি রাইসমিলসহ পাঁচ দোকানিকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বাজালিয়া বাস স্টেশন ও হলুদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম বলেন, ‘বাজালিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খোলা স্থানে প্যাকেট জাত করায় হলুদিয়া বাজারে ইসলামিয়া বেকারিকে ১০ হাজার টাকা, রাজধানী বেকারিকে ১০ হাজার, নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করায় জমজম হোটেলকে ৭ হাজার টাকা, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জান্নাত আরা রাইসমিলকে ২০ হাজার ও আরাফাত অটো রাইসমিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

ভোক্তা অধিকার আইনের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

-সিভয়েস/জেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়