Cvoice24.com

চবিতে সাবেক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১১, ৩ জুলাই ২০২২
চবিতে সাবেক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ ও সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন নাহিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। 

রোববার (৩ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান দিনার, ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, সাইদুল ইসলাম সাঈদ, শামসুজ্জামান সম্রাট, মাহমুদ শাওন, ফাহিম, রানা, শিমুল, মিজান, মোফাজ্জল ও শাহরিয়ারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, জামাত-শিবিরের দোষর শিবির ক্যাডার সরওয়ারের অনুসারী জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি আইনুল কামাল কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই নেতার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এসব ষড়যন্ত্রমূলক মামলা-হামলা দিয়ে তাদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণেদিত এসব মামলা প্রত্যাহার করতে হবে। এসময় তিনি ভূজপুর গনহত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়