Cvoice24.com

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১৬ জুলাই ২০২১
টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসিমুল্লাহ (৩৩) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত যুবক রোহিঙ্গা ডাকাত হাসেম বাহিনীর প্রধান।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে উপজেলার জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। 

এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশিয় অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পে দায়িত্বরত এএসপি বিমান কুমার কর্মকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে র‌্যাব ১৫-এর একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসিমুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ৬ রাউন্ড তাজা কার্তুজ, দুটি বিদেশি পিস্তল এবং গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেন।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নিহত রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে মাদক, অপহরণ, মুক্তিপণ, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়