Cvoice24.com

ভারত থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গাকে উখিয়ায় আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ১৬ মে ২০২২
ভারত থেকে পালিয়ে আসা ৩ রোহিঙ্গাকে উখিয়ায় আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ভারত থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশের সদস্যরা । 

সোমবার  (১৬ মে) উখিয়া বালুখালী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন মোহাম্মদ সেলিম ও তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক। 

তিনি জানান, আমাদের কাছে খবর আসে গত ১৪মে  ভারত থেকে মোহাম্মদ সেলিম এবং তার  পরিবারের মোট ৪ জন রোহিঙ্গা ভারত থেকে পালিয়ে এসে ক্যাম্পের ভিতর  আত্মীয়ের নিকট অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের ক্যাম্প সি আই সি নিকট ট্রানজিটে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়