Cvoice24.com

কক্সবাজারে বৈরি আবহাওয়ায়ও লাখো পর্যটকের ভিড়

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ১৯ আগস্ট ২০২২
কক্সবাজারে বৈরি আবহাওয়ায়ও লাখো পর্যটকের ভিড়

বৈরি আবহাওয়াতেও টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার সৈকতে ছুটে এসেছে হাজার হাজার পর্যটক। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার পর্যটক সমুদ্র ভিড় করেছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে সাগর বেশ উত্তাল রয়েছে। সমুদ্র সৈকতে একে একে আঁছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে বড় বড় ঢেউ। সে কারণে সাগরের পানিতে নামতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধ না মেনে ঝুঁকি নিয়ে সাগরে নেমে উল্লাস করছে পর্যটকেরা। 

শুক্রবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায়, জেড স্কীতে চড়ে নীল জলরাশি উপভোগে পর্যটকদের উপচে পড়া ভিড়। আর সৈকতের প্রবেশদ্বারে বালিয়াড়িতে ঘোড়ায় চড়ে ঘুরছেন অনেক পর্যটক। অনেকে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলেই আনন্দ খুজেঁ নিচ্ছেন। শুধু ওয়াটার বাইক বা ঘোড়ায় চড়া নয়, সাগরের নোনাজলে গা ভাসাতে যেন অপার আনন্দ সবার। কেউ ঢেউয়ের সঙ্গে উত্তাল আনন্দে গোসলে মেতেছেন। আর কেউ এই আনন্দ উৎসবের দৃশ্য ধরে রাখতে তুলছেন ছবি।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার এসে পর্যটকরা সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্রে উৎসবে মেতেছেন । এতে আয় বেড়েছে সৈকতের হকারদের। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউসস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, টানা তিন দিনের ছুটিতে কক্সবাজার ভ্রমণে এসেছেন প্রায় লাখের কাছাকাছি পর্যটক। এতে হোটেল ব্যবসা বেশ ভালো হয়েছে।

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের সৈকত ঝিনুক বহুমূখী সমবায় সমিতির সভাপতি কাশেম আলী বলেন, আগত পর্যটকেরা বেড়ানোর পাশাপাশি মোটামুটি কেনাকাটাও করছে। এতে পর্যটন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাঙ্গা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, টানা ছুটিতে কক্সবাজারে পর্যটক উপস্থিতি বাড়ায় বিভিন্ন স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ টিমও কাজ করছে। তাই পর্যটকরা নিরাপদে কক্সবাজার ঘুরে বেড়াচ্ছেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়