Cvoice24.com

কলেজছাত্র আরাফাত হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২২
কলেজছাত্র আরাফাত হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

পোস্টার,প্ল্যাকার্ড হাতে রাস্তায় শতশত শিক্ষার্থী। কারো হাতে ‘বিচার হয়না বলেই আরফাতরা খুন হয়, কারো হাতে ‘আমার ভাই হত্যার বিচার চাই, আরফাত হত্যার বিচার চাই, প্রশাসনের জবাব চাই’ এরকম নানান ধরনের প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো শতাধিক শিক্ষার্থীর দাবি তাদের সহপাঠী আরফাতের খুনিদের গ্রেপ্তার করা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)  দুপুর ২টায় মহেশখালী উপজেলা ও বেলা ১২ টায় মহেশখালী কলেজের সামনে আলাদা আলাদাভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকসহ প্রায় ৫শ জন শিক্ষার্থী উপস্থিত হয়।

গত ২৫ সেপ্টেম্বর গরু ধান খাওয়াকে কেন্দ্র করে আরফাতকে মাথায় আঘাত করে। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ২দিন পর ২৭ আগষ্ট আরফাতের মৃত্যু হয়।

মানববন্ধনে বক্তারা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডে শুধু কলেজছাত্র আরফাত হত্যা নয় হত্যা করা হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্নগুলোকে। এর আগেও প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষক হত্যার কথাও বলেন তারা। এসব ঘটনার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মহেশখালীতে হত্যাকাণ্ড একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।  দ্রুত এ ব্যাধি দূর করতে হত্যাকাণ্ডের সমস্যাগুলো চিহ্নিতের পাশাপাশি আরফাতের পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়