Cvoice24.com

চট্টগ্রামের পুঁজিবাজারে কমেছে লেনদেন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ২১ এপ্রিল ২০২১
চট্টগ্রামের পুঁজিবাজারে কমেছে লেনদেন

চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও গতকালের তুলনায় অর্ধেকে নেমে এসেছে লেনদেনের হার। গতকাল ৭১ কোটি টাকার লেনদেন হলেও আজ তা এসে দাঁড়িয়েছে ৩৩ কোটিতে।

বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসইত) সূত্রে এ তথ্য জানা যায়।

সিএসই’র বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১১ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ বুধবার সিএসইতে লেনদেন হয়েছে ২৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। গতকাল ৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়