Cvoice24.com

করোনা রোধে চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের নির্দেশনা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ১৫ সেপ্টেম্বর ২০২১
করোনা রোধে চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের নির্দেশনা

দীর্ঘ প্রায় সতেরো মাস পরে সারাদেশের মতো চট্টগ্রামেও খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশমুখে থার্মাল স্ক্যানার, ক্লাসরুমে সামাজিক দূরত্ব আর মাস্ক পরার বাধ্যবাধকতা মানা হলেও বাইরে ছিল অভিভাবকদের জটলা। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির ওপর নজরদারি আরও জোড়ালো করতে এবার জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

যদিও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগের দিন শনিবার (১১ সেপ্টেম্বর) পরিদর্শনে গিয়ে অভিভাবকদের বাইরে জটলা না করার অনুরোধ জানিয়েছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। স্বাস্থ্যবিধির সঙ্গে এসব ব্যাপারেও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছিলেন তিনি। 

বিজ্ঞপ্তিতে জানানো নির্দেশনাগুলো হলো— শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের অভিভাবকসহ সর্বসাধারণকে অযথা ভিড় বা জটলা সৃষ্টি থেকে বিরত থাকতে হবে, শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের সব প্রবেশমুখ ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করবেন, যে সব প্রতিষ্ঠানে কেবল একটি প্রবেশমুখ রয়েছে সে সব প্রতিষ্ঠানে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করবেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত দেহের তাপমাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়াও প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, ওয়াশরুম, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সম্মানিত শিক্ষকরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিতকরণে সঠিকভাবে মাস্ক পরিধান ও সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক আইসোলেশন ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা করবেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কোনো ভ্রাম্যমাণ দোকান বসানো যাবে না। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এ ধরনের ভ্রাম্যমাণ দোকান থেকে খাবার বা অন্য কোনো সামগ্রী কেনা থেকে বিরত থাকতে হবে, সবাইকে মাস্ক পরিধান করা ও শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন‍্য নির্দেশ দেওয়া হলো। 

আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়