চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু
সিভয়েস ডেস্ক

প্রথম ধাপে টিকা নিচ্ছেন শিক্ষার্থীরা
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল নয়টা থেকে চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থীদের প্রথম ধাপে টিকাদান শুরু হয়।
শিক্ষার্থীদের চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস, লালখান বাজারের মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল ও আকবরশাহ এলাকার মীর্জা ইস্পাহানি স্কুল কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।
পর্যায়ক্রমে সব পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার।
সিভয়েস/আরএইচ