শতভাগ পাস ১৬ কলেজের শিক্ষার্থী, ২টিতে সবাই ফেল 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২২
শতভাগ পাস ১৬ কলেজের শিক্ষার্থী, ২টিতে সবাই ফেল 

২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র ১৬টি কলেজ আর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। করোনা পরিস্থিতির কারণে গতবার অটোপাশ থাকায় পাসের হার ছিল শতভাগ। সে সুবাদে এবার পাসের হার কম। তবে অটোপাশের পরেও গতবারের তুলনায় এবার জিপিএ ৫ বেড়েছে। এবার পাসের হার ৮৯.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১২ হাজার ১৪৩ জন। 

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ

এদিকে, শতভাগ পাস করে ১৬টি কলেজের মধ্যে প্রথম অবস্থানে আছে চট্টগ্রাম কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৪০ জন শিক্ষার্থী। দ্বিতীয় অবস্থানে আছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। তাদের ২৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 

তৃতীয় অবস্থানে রয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ২২৫ জন শিক্ষার্থী। চতুর্থ অবস্থানে রয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। তদের ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। 

পঞ্চম অবস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। তাদের ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। শতভাগ পাসের ষষ্ঠ তালিকায় রয়েছে সেন্ট প্লাসিড’স স্কুল এন্ড কলেজ। তাদের ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শতভাগ পাসের তালিকায় সপ্তমে অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১০৮ জন শিক্ষার্থী। 

গতবারের মতন এবারেও পার্বত্য অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের রেকর্ড করেছে। শতভাগ পাসের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো হাই স্কুল। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৮ জন।

শতভাগ পাসের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৫০ জন শিক্ষার্থী। তার পরের অবস্থানে রয়েছে সেন্ট স্কলাসস্টিকা গার্লস হাই স্কুল এন্ড কলেজ। তাদের ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। 

এরপর রয়েছে আনোয়ারার কাফকো স্কুল এন্ড কলেজ। তাদের ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। শতভাগ পাসের তালিকায় রয়েছে নগরের  সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজ। তাদের ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। 

জিপিএ ৫-এ সেরার সেরা মহসিন কলেজ

এরপরে রয়েছে কক্সবাজারের বিআইএম ল্যাবরেটরি (ইংলিশ মিডিয়াম) স্কুল এন্ড কলেজ। তাদের ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। চট্টগ্রামের মেরন সান কলেজের ৬ জন, বোয়ালখালীর পশ্চিম কদুরখীল স্কুল এন্ড কলেজের ২ জন এবং চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজের ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে।

অন্যদিকে পাসের হার শূন্য এমন কলেজের সংখ্যা দুটি। তারমধ্যে চট্টগ্রাম আইডিয়াল কলেজের ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয় এবং মহালছড়ির বৌদ্ধ শিশুঘর হাই স্কুল এন্ড কলেজের ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়।

এইচএসসিতে সারা দেশে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ

সর্বশেষ

পাঠকপ্রিয়