Cvoice24.com

এসএসসি পরীক্ষার সরঞ্জাম নিরাপদে রাখতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্দেশ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১৮ জুন ২০২২
এসএসসি পরীক্ষার সরঞ্জাম নিরাপদে রাখতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্দেশ 

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরই অবস্থায় পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জাম নিরাপদের রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। 

শনিবার (১৮ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্রনাথ স্বাক্ষরিত  এ স্বারক পত্রে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থতির অবনতির কারণে আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে থাকা পরীক্ষার জন্য ট্রেজারি/থানা/পরীক্ষা কেন্দ্রের রক্ষিত মালামাল নিরাপদ ও সতর্কতার সাথে সংরক্ষণ করার অনুরোধ করা হল। 
 
বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।  

এর আগে শুক্রবার (১৭ জুন) সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়