Cvoice24.com

চান্দগাঁও ছাফা মোতালেব হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সওদাগর

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ০১:৪৮, ২৪ জুলাই ২০২২
চান্দগাঁও ছাফা মোতালেব হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সওদাগর

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকার ছাফা মোতালেব হাই স্কুলের বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এতে সভাপতি করা হয়েছে স্থানীয় সমাজসেবক আলহাজ্ব ইউসুফ সওদাগরকে।  

সম্প্রতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। 

ওই আদেশে বলা হয়— বিদ্যালয়ের দৈন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা বোর্ডের ২০০৯ এর ৩৯ ধারার আলোকে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় সমাজসেবক আলহাজ্ব ইউসুফ সওদাগরকে। পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাকে। সদস্য করা হয়েছে শিক্ষক স্বরচিতা পালিত ও অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব আবু তাহেরকে। 
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়