Cvoice24.com

সৌদিতে চট্টগ্রাম সমিতি দাম্মাম পূর্বাঞ্চলের ঈদ পুনর্মিলনী

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ২৩ জুন ২০২৪
সৌদিতে চট্টগ্রাম সমিতি দাম্মাম পূর্বাঞ্চলের ঈদ পুনর্মিলনী

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম সমিতি দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশের উদ্যোগে সম্প্রতি এক ঈদ পুনর্মিলনী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম শহরের সিকোস্থ ‘রাইয়ান হলে’  অনুষ্ঠিত এ ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও আব্দুল কুদ্দুসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. আহমেদ সাঈদ। এতে প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তারেক জামান। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের পরিচালক উপদেষ্টা ইলিয়াস, উপদেষ্টা তাহের আলম, সোলায়মান, মহররম আলী, কোষাধ্যক্ষ ইসমাইল শাহ, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান টিপু, লোকমান হাকিম, রাশেদ, আইয়ুব খান, নজরুল, এরশাদ, মিনহাজ, সেকান্দর আলী, জিল্লুর রহমান, ইসমাইল রানা, মো. সেলিম চৌধুরী, শওকত, সাঈদ, ফিরোজ খান, মাহবুব আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম সমিতি পূর্বাঞ্চলের প্রদেশ দাম্মাম একটি প্রবাসী কল্যাণমূলক সংগঠন হিসেবে দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করবে-এ আশা ব্যক্ত করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: