মৃত্যুশূন্য ও শনাক্তহীন দিন পার না হতেই চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত আরও ১২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২১, ২২ নভেম্বর ২০২১
মৃত্যুশূন্য ও শনাক্তহীন দিন পার না হতেই চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত আরও ১২

করোনা সংক্রমণের পর চট্টগ্রামে একসঙ্গে মৃত্যু ও শনাক্তহীন দিন পার করতে না করতেই আরও ১২ জন শনাক্তের খবর এসেছে। চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে করোনাভাইরাসে আক্রান্ত এসব রোগী শনাক্ত হয়েছে। 

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী পাওয়া যায়। রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

তথ্য অনুযায়ী, সোমবার বিভিন্ন ল্যাবে সর্বমোট ১ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ১২ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১০ জন নগরের আর ২ জন উপজেলার বাসিন্দা। নমুনা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৬৮ শতাংশ।  এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৬২ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৩০ জনে এসে দাঁড়িয়েছে।

২০২০ সালের ৩ এপ্রিল থেকে করোনা সংক্রমণের পর এই প্রথম চট্টগ্রাম একসঙ্গে মৃত্যুশূন্য ও শনাক্তহীন দিন পার করেছে আজ সোমবার! 

সর্বশেষ

পাঠকপ্রিয়