Cvoice24.com

ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন 

সিভয়েস ঢাকা

প্রকাশিত: ১২:৩০, ১৯ এপ্রিল ২০২১
ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন 

চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিশেষজ্ঞদের সেই পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি নিজ বাসভবন থেকে আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় এক ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে তিনি এ কথা জানান তিনি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এও বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।

আর সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া সর্বাত্মক লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। তার আগেই রোববার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘কঠোর লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। সেই সঙ্গে ধীরে ধীরে এ বিধিনিষেধ শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরি রাখারও পরামর্শ দিয়েছে ওই কমিটি।

সর্বশেষ

পাঠকপ্রিয়