Cvoice24.com


দেশে করোনার মৃত্যুর ট্রেনে আরো ৫৫, মোট দুই হাজার ছাড়িয়ে

প্রকাশিত: ০৯:১৯, ৫ জুলাই ২০২০
দেশে করোনার মৃত্যুর ট্রেনে আরো ৫৫, মোট দুই হাজার ছাড়িয়ে

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়ালো। একই সময় নতুন শনাক্ত হয়েছে আরো দুই হাজার ৭৩৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৯০৪ জন। এতে মোট সুস্থর সংখ্যা ৭২ হাজার ৬২৫ জন।

রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ৯৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৪৬ হাজার ৬২টি।

তিনি বলেন, দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ, শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়