Cvoice24.com


অবশেষে হচ্ছে চবি’র আটকে থাকা পরীক্ষা

প্রকাশিত: ০৯:৪৪, ১৫ নভেম্বর ২০২০
অবশেষে হচ্ছে চবি’র আটকে থাকা পরীক্ষা

অবশেষে স্বাস্থ্যবিধি মেনেই নেয়া হবে দীর্ঘদিন আটকে থাকা চবির বিভিন্ন বিভাগের পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এছাড়াও আসন্ন ভর্তি পরীক্ষাও সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ‘করোনার কারণে আটকে থাকা পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করতে উপাচার্যকে ক্ষমতা দেয়া হয়েছে। এসময় আবাসিক হলগুলো খোলা থাকবে না। তবে বিভাগীয় সভাপতিরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সময় সুবিধামতো পরীক্ষার রুটিন দেবেন।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা সশরীরেই হবে। এ বিষয়ে সবাই একমত হয়েছেন। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবো। এইচএসসির রেজাল্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় ভর্তি কমিটি।’

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ষদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ। এতে সেশনজটসহ ভয়াভহ বিপর্যয়ে পড়েছে ২৫ হাজার শিক্ষার্থী।

-সিভয়েস/এইচব

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়