Cvoice24.com

এসএসসি/ চট্টগ্রামে পরীক্ষায় অংশ নেয়নি ১৬৯৬ পরীক্ষার্থী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামে পরীক্ষায় অংশ নেয়নি ১৬৯৬ পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থী। যা শতকরা হিসেবে ১ দশমিক ২৬ প্রায়। সোমবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন।  

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৩ হাজার ৭০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩২ হাজার ১০ জন। 

এরমধ্যে চট্টগ্রামে ৯৫ হাজার ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৪ হাজার। অনুপস্থিত ছিল ১ হাজার ২০৬ জন। কক্সবাজার জেলায় ২০ হাজার ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ২৪ জন এবং অনুপস্থিত ছিল ২৫০ জন। রাঙামাটি জেলায় ৬ হাজার ৩৭৪ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৩০৯ জন। অনুপস্থিত ছিল ৬৫ জন পরীক্ষার্থী।

একইভাবে খাগড়াছড়ি জেলায় ৭ হাজার ৪৯২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৩৮৩ জন এবং অনুপস্থিত ছিল ১০৯ জন। বান্দরবান জেলায় ৪ হাজার ৩৬০ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৯৪ জন এবং অনুপস্থিত ছিল ৬৬ জন পরীক্ষার্থী।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়