Cvoice24.com

নদীকে ধ্বংস করে তারা কী পায় সুখ!

আজীম অনন

প্রকাশিত: ১৭:২২, ২ ফেব্রুয়ারি ২০২১
নদীকে ধ্বংস করে তারা কী পায় সুখ!

ধীরে ধীরে প্লাস্টিক বর্জ্যে ভরে উঠছে কর্ণফুলী নদীর মোহনা। এতে করে নদী হারাচ্ছে নাব্যতা।

‘পরিবেশকে ধ্বংস করে পায় কী তারা সুখ; সুজন মাঝি আর্তনাদে ফাটাই নিজের বুক। বাঁচাও নদী, বাঁচাও জীবন, বাঁচাও পরিবেশ; জীবন দিয়ে গড়বো মোরা সোনার বাংলাদেশ।’ চট্টগ্রামের কর্ণফুলী নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবন নিয়ে লেখা হয়েছে এমন আরও অনেক কবিতা ও গান। এই নদীর তীরেই গড়ে উঠেছে চট্টগ্রাম শহর ও বন্দর। ব্যবসা-বাণিজ্যের জন্য এই নদীর অর্থনৈতিক গুরুত্ব অসামান্য। অনেকের জীবিকা নির্বাহ হয় এই নদীকে কেন্দ্র করে। সেই নদী আজ দূষণের কবলে। ধীরে ধীরে প্লাস্টিক বর্জ্যে ভরে উঠছে কর্ণফুলী নদীর মোহনা।  এতে করে নদী হারাচ্ছে নাব্যতা। প্লাস্টিক বর্জ্যে নেভিগেশন চ্যানেল ভরাট হয়ে উঠার ফলে হুমকির মুখে পড়ছে বন্দরের পণ্যবাহী জাহাজ চলাচল। ছবিগুলো নেভাল এলাকা থেকে তোলা।

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়