Cvoice24.com
corona-awareness

জোয়ারের পানিতে ডুবে গেছে নগরের জিইসি মোড়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ২৮ মে ২০২১
জোয়ারের পানিতে ডুবে গেছে নগরের জিইসি মোড়

জোয়ারের পানিতে নগরের জিইসি মোড়ের পুলিশ বক্সস্থ সড়কের দৃশ্য

জোয়ারের পানির নিচে তলিয়ে গেছে বন্দর নগর চট্টগ্রামের জিইসি মোড় এলাকা। সড়কজুড়ে থৈ থৈ করছে হাঁটুসমান পানি।

শুক্রবার (২৮ সে) বিকেল ৫টার দিকে নগরের জিইসি মোড়ের পুলিশ বক্সস্থ সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

তবে নালা বন্ধ থাকায় ভাটাতেও এই পানি আটকে আছে বলে জানা গেছে।

ছবিগুলো তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী। 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়