পলোগ্রাউন্ডের সমাবেশের জন্য আ. লীগ বিরিয়ানির অর্ডার দিয়ে রাখছে: ডা. শাহাদাত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ২৯ অক্টোবর ২০২২
পলোগ্রাউন্ডের সমাবেশের জন্য আ. লীগ বিরিয়ানির অর্ডার দিয়ে রাখছে: ডা. শাহাদাত

নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের মাঠে ডা শাহাদাত হোসেন।মাবেশে

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ বিরানির দোকানে অর্ডার দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা শাহাদাত হোসেন।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে নসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বুধবার(২৬ অক্টোবর) দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে পুলিশের হামলা ও আহবায়ক মন্জুর আলম তালুকদার সহ ১০ জনকে গ্রেফতারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। 

তিনি বলেছেন, ‘পলোগ্রাউন্ড মাঠে শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন। কিন্তু আমরাতো গত ১২ অক্টোবর বেগম খালেদা জিয়াকে ছাড়া সমাবেশ করেছি। আপনারা শেখ হাসিনা ছাড়া শুধু ওবায়দুল কাদের দিয়ে মিটিং করেন, দেখেন কী পরিমাণ লোক হয়। সামনের সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ নাকি বিরানির অর্ডার দিয়ে রাখছে। আমরাতো এসব করি নাই। তারপরও জনসমুদ্রে পরিণত হয়েছে।’ 

ডা শাহাদাত বলেছেন, ‘মানুষ না খেয়ে, রোজা রেখে যে যেভাবে পেরেছে আমাদের সমাবেশে যোগ দিয়েছে। এরমধ্যেও আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। আমরা দেখতে পাবো ৪ ডিসেম্বর বিরিয়ানির প্যাকেট রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। নারায়ণগঞ্জেও তারা একটি সমাবেশ করেছে, সেখানে চেয়ার ছিল কোনো লোক ছিল না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চট্টগ্রামের মন্ত্রী-এমপি ও নারায়ণগঞ্জের শামীম ওসমানকে তো আমরা দায়িত্ব দেই নাই পলোগ্রাউন্ড মাঠে কী পরিমাণ লোক জমায়েত হয়েছে বলতে। জনগণ দেখেছে ১২ অক্টোবর কী পরিমাণ লোক জমায়েত হয়েছিল। সকাল ৭টা থেকে পলোগ্রাউন্ড মাঠে মানুষ আসে। লোক এত বেশি ছিল, পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে নিউমার্কেট, সিআরবি, কাজির দেউড়ি, টাইগারপাস পর্যন্ত মানুষের ভীড়ে যাওয়া যাচ্ছিল না। আপনারা যেহেতু জোর করে বলছেন, এক লাখ লোক হয়েছে। তাহলে আমার একটি প্রস্তাব রয়েছে ওবায়দুল কাদেরের কাছে। আমি যেসব জায়গার নাম বললাম, পলোগ্রাউন্ড থেকে ওইসব জায়গা মাপেন। আপনাদেরই গণনায় বুঝতে পারবেন, সেদিন চট্টগ্রামে কী পরিমাণ মানুষ জমায়েত হয়েছে। আমরা বলছি ১০ লাখের অধিক কিন্তু জনগণ বলছে আরও বেশি।’

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলে সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, সদস্য সচিব আকবর আলী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, মহানগর সহ-সভাপতি মুজিবুর রহমান, এড. সাইদুল ইসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক চৌধুরী মাসুদ, উত্তর জেলা সাবেক যুগ্ম সম্পাদক এস এম মনসুর, ওমর শরীফ, জসিম উদ্দিন চৌধুরী, ইউসুফ তালুকদার, আলাউদ্দিন মনি, দক্ষিণ জেলা সাবেক যুগ্ম সম্পাদক  এড. মফিজুর রহমান, আব্দুস সবুর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, আবু নাঈম দুলাল, সাজ্জাদ হোসেন, এম এ হানিফ, দিদার হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, জাকির হোসেন, এমদাদুল হোসেন স্বপন, মোখলেছুর রহমান, মাহবুব খালেদ, তাজুল ইসলাম নয়ন, রাসেল খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হারুন, আলী নুর মণি তালুকদার, আলাউদ্দিন তালুকদার, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন বাবর, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, নাছির উদ্দিন, সাইফুল ইসলাম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, সফিউল করিম সফি, কামাল উদ্দিন, মাসুদ সিকদার, মতিউর রহমান রাসেল, ওবাইদুল হক রিকু প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়