Cvoice24.com

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের যাত্রা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ১০ অক্টোবর ২০২১
রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের যাত্রা

চট্টগ্রামে যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইল। শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম। 

নগরের মোটেল সৈকতের হালদা হলে কেক কেটে আন্তর্জাতিক সেবামূলক এই সংগঠনের কার্যক্রমের উদ্বোধন রোটারি ক্লাবের জেলা গভর্ণর আবু ফয়েজ খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের চার্টার (প্রতিষ্ঠাতা) প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান বলেন, বিশ্বে পোলিও নির্মূলে রোটারি অঙ্গনে নতুন পালক যুক্ত হলো স্মাইল। সমাজের সুবিধা মানুষের মুখে হাসি ফোটাতে এই সংগঠন ভূমিকা রাখবে। রোটারির ভাবমূর্তি উজ্জ্বল করতে সংগঠনের সকল মানবিক সদস্যদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিডিজি আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সাবেক জিস্ট্রিক্ট গভর্নর আবদুল আহাদ, দিলনাঁশী মহসিন, অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম, রোটারি ডিস্ট্রিক্ট এসিসটেন্ট গভর্নর জামাল উদ্দিন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, প্রকৌশলী আমজাদ হোসেন, এডভোকেট এরশাদুল ইসলাম। 

সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট ইলেক্ট মো. আলাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী, সেক্রেটারি নুসরাত জাহান, জয়েন্ট সেক্রেটারি শীলা চৌধুরী, ট্রেজারার সন্তোষ কুমার ভৌমিক, জয়েন্ট ট্রেজারার বিলকিছ আক্তার, সার্জেন্ট এট আর্মস জেসমিন আরজু, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস কাজী সুলতানা ইয়াছমিন, ডিরেক্টর ক্লাব সার্ভিস নোটন প্রসাদ ঘোষ, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস রওশন আক্তার, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস কাজী সুলতানা, ক্লাব ট্রেইনার মোহাম্মদ মুজিবুল্লাহ, রোটারি ফাউন্ডেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন এসএম সামসুল হুদা। 

রোটারি ইন্টারন্যশনাল গত ৩০ আগষ্ট রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের অনুমোদন দেয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়