Cvoice24.com

স্বাধীনতার বিরোধী শক্তিরাই বঙ্গবন্ধুর খুনির দোসর: ব্যারিস্টার আসিফ

প্রকাশিত: ২১:৫৭, ১৫ আগস্ট ২০২২
স্বাধীনতার বিরোধী শক্তিরাই বঙ্গবন্ধুর খুনির দোসর: ব্যারিস্টার আসিফ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি ব্যরিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফ বলেছেন, স্বাধীনতার বিরোধী শক্তিরাই বঙ্গবন্ধুর খুনির দোসর। বঙ্গবন্ধুকে নৃশংসভাবে যারা খুন করেছে তারা কেউ ভিনদেশি ছিলনা। বঙ্গবন্ধু ১৪ বছর কারাগারের অন্ধকারে ছিলেন শুধু দেশের মানুষের জন্য। তিনি চাইলেই কিন্তু পাকিস্তানিদের দেওয়া সুযোগ সুবিধায় আজীবন ভোগ বিলাস করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি। মোনাফেকরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

সোমবার (১৫ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এর আগে সকাল ১০টায় তাঁর উদ্যোগে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে শাহ মোস্ত আলী শাহ্ (র:) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া মাহফিল, কাঙালি ভোজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সেন্টুর সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল শুক্কুর, সালাউদ্দীন শাহরিয়ার, যুবলীগ নেতা মো. হাসান, মো. আইয়ুব, এডভোকেট শাহ মুয়াজ্জেম রুবেল, এহসান, মো. মানিক, মঈন উদ্দীন, মাওলানা ক্বারী শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়