আউট সোর্সিংয়ের মাধ্যমে দুই আবাসিকের ময়লা সরাবে চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ২৯ আগস্ট ২০২১
আউট সোর্সিংয়ের মাধ্যমে দুই আবাসিকের ময়লা সরাবে চসিক

পরিচ্ছন্নতা সেবা দেওয়ার লক্ষ্যে নগরের দুইটি আবাসিক এলাকাকে আউট সোর্সিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, আউট সোর্সিংয়ের আবাসিক এলাকাগুলো থেকে বাড়তি ট্যাক্স আদায়ের কোন সুযোগ নেই। কারণ নগরবাসী এই খাতে একবার ট্যাক্স দিতে অভ্যস্থ।

রোববার (২৯ আগস্ট) নগর ভবনে চসিকের ৭ম সাধারণ সভায় মেয়র এ কথা জানান।

চসিকের পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে মেয়র বলেন, এই বিভাগে দক্ষ ও যোগ্য জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। আবার বাড়তি ও অপ্রয়োজনীয় জনবলও রয়েছে। এছাড়া অত্যাধুনিক পরিচ্ছন্ন সরঞ্জাম এবং মশকনিধন সংক্রান্ত কার্যকরী ওষুধেরও অভাব রয়েছে। যে ওষুধগুলো ছিটানো হয় তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগকে পর্যবেক্ষণ ও যাচাই-বাচাইয়ের দায়িত্ব দেয়ার পর তারা যে প্রতিবেদন পেশ করেছেন। সেই ভিত্তিতেই নগরের মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।

সভায় চসিকের সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/কেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়