Cvoice24.com

জলাবদ্ধতা প্রকল্পের মেয়াদ বাড়ায় মেয়র রেজাউলের কপালে চিন্তার ভাঁজ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ২৯ আগস্ট ২০২১
জলাবদ্ধতা প্রকল্পের মেয়াদ বাড়ায় মেয়র রেজাউলের কপালে চিন্তার ভাঁজ

ফাইল ছবি

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মেয়াদ বার বার বাড়ানোর কারণে চিন্তিত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

রোববার (২৯ আগস্ট) আন্দরকিল্লা নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত চসিক ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ৭ম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে একথা জানান তিনি।

নালা-নর্দমায়, খালে পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে মেয়র রেজাউল বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকারের প্রায় ১১ হাজার কোটি টাকার দু’টি মেগা প্রকল্প চলমান রয়েছে। এগুলো মূলত সিডিএ বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদ বার বার বাড়ানো হচ্ছে। জলাবদ্ধতার কারণে নগরে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের আওতায় স্ল্যাবগুলো সরিয়ে ফেলা হয়। বেশির ভাগ খালের পাশের পুরোনো প্রতিরোধক দেয়াল ভেঙে ফেলা হয়েছে। যার কারণে নগরে কয়েকজন প্রাণ হারিয়েছে।

তিনি বলেন, নগরের ৫৭টি খলের মধ্যে ৩৩টি খাল সিটি করপোরেশনের মেগা প্রকল্প বাস্তবায়নের আওতার বাইরে রাখা হয়েছে। এই খালগুলোর পুনরুদ্ধার সংস্কার ছাড়া জলাবদ্ধতা নিরসন কতটুকু সফল হতে পারে তা বুঝতে পারছি না। এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন খালের উপর যে বাঁধগুলো দেয়া হয়েছিলো সেগুলো এখনো আছে। সেগুলো অপসারনের কথা দিয়েও তা করা হয়নি। এ কারণে এবার বর্ষা মৌসুমে নগরে জলাবদ্ধতা প্রকট হয়েছে। ফলে নালা-নর্দমায় খালে পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।

সভায় চসিকের সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

-সিভয়েস/কেকে

সর্বশেষ

পাঠকপ্রিয়