Cvoice24.com

এলএনজি বাহী জাহাজ এখন বাংলাদেশে : কাল হস্তান্তর

প্রকাশিত: ১১:০৮, ২৪ এপ্রিল ২০১৮
এলএনজি বাহী জাহাজ এখন বাংলাদেশে : কাল হস্তান্তর

তরলীকৃত রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে এম ভি এক্সিলেন্স জাহাজ এখন বাংলাদেশে। আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর দুইটায় জাহাজটি বঙ্গোপসাগরের মহেশখালীর মাতারবাড়ি উপকুলে ভিড়েছে। জাহাজে ১ লাখ ৩৬ হাজার  ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। দুসপ্তাহ আগে কাতার থেকে জাহাজটি  বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।  বিষয়টি সিভয়েসকে  নিশ্চিত করেছেন এমভি এক্সিলেন্সের স্থানীয়  প্রতিনিধি সীকম শিপিং এর পরিচালক জহুর আহমদ।

তিনি জানান, জাহাজটি দুই সপ্তাহ আগে কাতার থেকে এলএনজি নিয়ে জাহাজটি রওনা দেয়। এটি একটি বিশেষায়িত জাহাজ। এত বড় জাহাজ আগে বাংলাদেশে আসেনি।

জানা গেছে,আগামী কাল সকালে এমভি এক্সিলেন্সকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এজন্য এলএনজি আমদানীকারক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি , চট্টগ্রাম কাষ্টমস, জাহাজের স্থানীয় প্রতিনিধি সীকম শিপিং সহ সংশ্লিষ্ট  কয়েকজন প্রতিনিধি মহেশখালী যাবেন। “সুইজার্ড চিটাগাং” নামে একটি জাহাজে করে মহেশখালী রওনা হবেন তারা।  

রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেড সূত্রে  জানা গেছে, প্রাকৃতিক গ্যাসকে শীতলীকরন প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে এনে মাইনাস ১৬০ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে তরলে পরিণত করা হয়।

তরল থেকে গ্যাসে রুপান্তর করে সঞ্চালন লাইনে পৌছাতে আরো কয়েকদিন সময় লাগবে। প্রাথমিক ভাবে এই এলএনজি চট্টগ্রামে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

প্রথমে পর্যায়ে প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে। পরে সরবরাহ বাড়িয়ে ৫০০ মিলিয়ন ঘনফুট করা হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানী এক্সিলারেট এনার্জি এই এলএনজি আমদানী করছে।

-সিভয়েস/এমইউ

188

সর্বশেষ

পাঠকপ্রিয়