Cvoice24.com

সুতার বদলে চীন থেকে এলো সিগারেট, দুই কনটেইনার জব্দ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২১
সুতার বদলে চীন থেকে এলো সিগারেট, দুই কনটেইনার জব্দ

সুতা আমাদানির কথা বলে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা নিষিদ্ধ দুই কন্টেইনার সিগারেট আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মিথ্যা ঘোষণায় চীন থেকে এসব সিগারেট আমদানি করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর ইয়ার্ডে কন্টেইনার দুটি খুলে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এসব সিগারেট পাওয়া যায়। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারি কমিশনার রেজাউল করিম জানান, এ দুই কন্টেইনার সিগারেটের আমদানিকারক প্রতিষ্ঠান কুমিল্লা ইপিজেডের একটি কারখানা। বাংলাদেশ টেক্সটাইল ফাইবার এন্ড ফেব্রিক্স লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটি কারখানার জন্য সুতা আনার ঘোষণা দিয়ে এসব সিগারেট আমদানি করে। এর মধ্যে আছে মন্ড, ইজি, ডানহিলসহ আমদানি নিষিদ্ধ একাধিক ব্র্যান্ডের সিগারেট। 

তিনি বলেন, কন্টেইনারগুলো বন্দরে আসার পর আমাদের সন্দেহ হয়। বুধবার রাতে আমরা বন্দর ইয়ার্ডে কন্টেইনার দুটি শনাক্ত করি। এরপর খালাস প্রক্রিয়া থামিয়ে দিয়ে, আমরা বৃহস্পতিবার কন্টেইনার দুটি পরীক্ষা করি। কন্টেইনার খোলার পর সুতার বদলে সিগারেট দেখতে পাই।'

গত এক বছরে এ ধরণের অন্তত পাঁচটি চালান আটক হয়েছে। যার সাথে কিছু সিএন্ডএফ এজেন্টসও জড়িত বলেও জানান এ কাস্টমস কর্মকর্তা।

সর্বশেষ

পাঠকপ্রিয়