Cvoice24.com

‘কন্ট্রাক্ট’র টিজারে চমক, নানামাত্রিক চেহারায় চঞ্চল-শুভ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ৬ মার্চ ২০২১

 

মাত্র ১ মিনিটের টিজারে নিজেদের নানামাত্রিক চেহারা দেখিয়ে সিনেমা প্রেমীদের ভালোই চমকে দিলেন দুই অভিনেতা চঞ্চল-শুভ। মুক্তির আগে থেকেই বেশ আলোচনায় রয়েছে ওয়েব সিরিজ ‌‘কন্ট্রাক্ট’। শনিবার (৬ মার্চ) ‘কন্ট্রাক্ট’র মাত্র ১ মিনিটের টিজার প্রকাশ করা হয়। এতে চঞ্চল ও শুভ ছাড়াও দেখা মিলেছে জয়ন্ত চট্টোপাধ্যায়, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা আর মিথিলাকেও।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ গত ১৭ ফেব্রুয়ারি থেকে অন্তর্জালে প্রচার চালাচ্ছেন। সেই প্রচারে ছিল রহস্য আর ভয়। নিজের প্রথম ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’-এর জন্য শুভর এত লম্বা আয়োজন।  

আরিফিন শুভর এই আয়োজন নিয়ে যাঁদের মনে প্রশ্ন, তাঁদের ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ তিন আগে পোস্টারে লিখে জানিয়ে দিয়েছিল, বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার আসছে ১৮ মার্চ। সেটির প্রথম ঝলক (টিজার) প্রকাশ পেয়েছে আজ।

টিশার্ট পরা, কখনোবা শার্ট গায়ে অফিশিয়াল কেউ, অস্ত্র হাতেও হাজির হয়েছেন, আবার কখনো প্রেমিকরূপে পাওয়া গেলো আরিফিন শুভকে। ঠিক একইভাবে ঠাণ্ডা মাথার খুনি বা ভয়ংকর মানুষ হিসেবে হাজির হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘বেগ বাস্টার্ড’ সিরিজের পলিটিকাল থ্রিলারধর্মী ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান জি-৫ এর ওয়েব সিরিজটি। এখানে উঠে আসবে আন্ডারওয়ার্ল্ড, রাজনীতি ও পুলিশের ইঁদুর-বিড়াল খেলাও। যা ইতোমধ্যেই টিজারেও এসেছে।

এতে রহস্যময় চরিত্র হিসেবে হাজির হচ্ছেন শুভ, ঠাণ্ডা মাথার চঞ্চল, ভয়ংকর জাকিয়া বারী মম, রাজনীতিক রাফিয়াথ রশিদ মিথিলা, পুলিশ কর্মকর্তা শ্যামল মাওলাসহ অনেক।

তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এ সিরিজটির নিয়ে শুভ বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। এটা আমার প্রথম ওয়েব কন্টেন্ট। আশা করি, ১৮ মার্চ থেকে আরও ভালো ফিডব্যাক পাবো।’

তারকাবহুল ‌‘কন্ট্রাক্ট’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ১৮ তারিখে। জি-ফাইভ তাদের ওটিটি প্ল্যাটফর্মে এটি অবমুক্ত করবে।

জানা যায়, সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম ব্ল্যাক রঞ্জু। শ্যামল মাওলা অভিনয় করেছেন বেগ হিসেবে। আর মিথিলা একজন রাজনীতিক, নাম রুমানা। জাকিয়া বারী মমকে দেখা যাবে মিনা চরিত্রে। আর আরিফিন শুভ অভিনয় করেছেন বাস্টার্ড ভূমিকায়।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, মুক্তির পর মোট ছয় পর্ব দেখানো হবে। প্রতিটি এপিসোড-এর ব্যাপ্তি হবে ৩০ মিনিটের মতো। আসবে এর দ্বিতীয় কিস্তিও।

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়